জানিনা কবে করোনার সাথে হয়ে গেছে মোর সন্ধি,
কিসের মায়ায় করোনা তুমি করেছ মোরে কারাবন্দী?
তোমায় নিয়ে খেয়া পাড়ি দিবো, জানি না তা আগে,
গাল-মন্দের সাহিত্য উপহার দিয়েছি, শত কষ্টে-রাগে।
তোমার সাথে সারাটা জীবন করেছি কতইনা ছলনা,
তার পরেও এই সন্ধি স্থাপনে নেই কেন কোন বায়না?
শরীরের সাথে সম্পর্ক করে দিয়েছ কিছুটা জ্বালা,
হৃদয় মন্দিরের প্রবেশদ্বারে তোমায় দিয়েছি তালা।
১৯/০৯/২০