মাদারীপুরের পদ্মায়
হয়েছে এক দুর্ঘটনা,
ডুবেছে স্পিডবোট
নিহত ছাব্বিশ জনা।
মৃত্যুর এই মহোৎসব
থামবে আর কবে?
কতদিন মহাপ্রাণ মানুষ
পানিতে মরে রবে?
কেন এই দুর্ঘটনা?
এ কার অবহেলা?
বিচারহীনতার সংস্কৃতিতে
কেটে যাবে বেলা?
এই দুর্ঘটনায় জড়িতদের
শাস্তি আমরা চাই,
প্রশাসনের এটা দায়িত্ব
আমরা বলে যাই।
-স্বপন রোজারিও (মাইকেল), ০৪/০৫/২০২১