আমরা সবাই বন্দি হচ্ছি প্রতারকের খাঁচায়,
পথভ্রষ্ট পথিক মোরা, কে মোদের বাঁচায়?
ঠকবাজের পাল্লায় পরে বকছি আবলতাবল,
এদিক যাই ওদিন যাই বুকে নাহি যে বল।
ছলছাতুরির করাল গ্রাসে জীবন এখন বাজি,
ভূস্বামীর নিকট প্রার্থনা, নাও না কেন আজি?
১৭/০৭/২০