টি এ গাঙ্গুলী
-স্বপন রোজারিও
ঈশ^রের সেবক টি এ গাঙ্গুলী
লও মোদের অভিনন্দন,
তোমার জন্ম শতবার্ষিতে
আমাদের এ নিবেদন।

তুমি ছিলে বাঙ্গালী
প্রথম বিশপ,
তুমি ছিলে বাঙ্গালী
প্রথম আর্চবিশপ।

ছিলে তুমি ন¤্রতার
প্রতীক বাংলাদেশে।
তুমি ছিলে গরীবের
সহায় নীরব বেশে।

তোমার তুলনা
তুমি শুধু নিজে,
প্রমাণ করেছ মাহাত্ম
তোমার সকল কাজে।

সাধু হওয়ার পথে
তুমি আগুয়াণ,
প্রতিদিনের প্রার্থনায়
তোমায় রাখবো স্মরণ।

তোমার জীবনের গুণগুলো
করবো মোরা অনুসরণ,
তোমার প্রেমের ছোঁয়ায়
গড়বো মোদের জীবন।
১৮.০২.২০