আসবে আবার লকডাউন দেশে,
আসবে তা এক কঠোর বেশে।

চলবে না কারখানা যে তখন,
বের হবে না মানুষ ইচ্ছে যখন।

ঘুরবে না গণপরিবহনের চাকা,
রাজপথ হবে অনেকটা ফাঁকা।

খুলবে না অফিস আদালতের তালা,
রিক্সাওয়ালাদের পেটে বাড়বে জ্বালা।

পাখিকুল আনন্দে করবে খেলা,
মাঝিরা হারাবে, বাইবে না ভেলা।

স্কুল তো রয়েছে বন্ধ প্রায় অনন্তকাল,
কি ভাবে পুষিবে শিক্ষা আমার ছাত্রদল!

আমাদের দিনমজুর না যদি পায় কাজ,
এতে কি বাড়ে না আমাদের যত লাজ!

তারপরেও মানতে হবে এই লকডাউন,
তা না হলে মোদের অবস্থা হবে ডাউন!
০৯।০৪।২১