কেটে যাবে এই দুর্দিন জানি,
কেটে যা্বে অমানিশা তাও মানি।

বহিবে সুবাতাস আকাশের পানে,
আলোকিত হবে ভূবন পাখিদের গানে।

অস্তগামী রবি আবার উঠিবে জেগে,
স্কুলে যাওয়ার কথা পিতা বলবে রেগে।

চারিদিকে শুনা যাবে খুশীর জয়ধ্বনি,
আসিবে নতুন করে আমাদের ত্রাণমনি।

সব কষ্ট-দুরাশার হবে যে অবসান,
অন্ধকার ঘুচে গিয়ে বইবে আলোর বান।

এই ধরা আবার যে হবে গতিময়,
হবে হবে নিশ্চয় মানবতার জয়।
১০।০৪।২১