সবার চেয়ে খাঁটি ভাইরে আমার দেশের মাটি,
এই মাটিতেই ইংরেজরা একদিন পেতেছিলো ঘাটি।

এই মাটিতে কৃষকেরা ফলায় সোনার ফসল,
এই মাটিতে গাছ-গাছালি দেয় তাদের ফল।

মানবেরই দেহ যেন এই মাটিরই মেলা,
এই মাটিতে আমাদের তব পথ চলা।

কি লাভ বল ভাই, এতো বড়াই করে,
মিশে যেতে হবে মাটিতেই, সবাইকে ছেড়ে।
০৪.০২.২০