পায়ে হেঁটে হাজার জন
ছাড়ছে এবার ঢাকা,
করোনার মহামারিতেও
ঘরে যাচ্ছে না রাখা।
এবারের পবিত্র ঈদে
না যদি যাই বাড়ি,
জীবনটা বেঁচে যাবে
থাকবেনা চোখে বারি।
জীবন যদি বেঁচে থাকে
পারবো বাড়ি যেতে,
আত্মীয়র বাড়ি গিয়ে
নানা খাবার খেতে।
একটুখানি সচেতন
আমরা যদি হই,
মহামারি করোনা থেকে
নিজেরা মুক্ত রই।
২২.৫.২০ (মধুবাগ, ঢাকা)