শত ঘৃণা করোনাভাইরাস তোমাকে,
তুমি দেশকে দেশ জনশূণ্য করে দিয়েছ মায়াহীনভাবে।
স্বপ্নপুরীকে করেছ মৃত্যুপুরী।
কিন্তু কেন এসব হচ্ছে? আমরা কি কখনও ভেবেছি?
প্রকৃতি কি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে না তো?
আমরা প্রকৃতির উপর যে অত্যাচার চালিয়েছে
হিরোশিমা-নাগাসাকিকে বোমা মেরে উড়িয়ে দিয়েছি
নদীকে নদী ধ্বংস করে দিয়েছি
কল কারখানা করে বায়ু দূষণ করেছি
এখানে সেখানে মলত্যাগ করেছি
ইটের ভাটা করে বায়ু দূষণের মহোৎসব করেছি
একি তার ফল নয়?
আমরা কি দায়ি নই এজন্য?
২২.০৩.২০