সমবেদনা জানানোর কোনো ভাষাই নেই আজ
করোনার জন্য আজ বিশ্ব মৃত্যুপুরী,
আসলে কাকে সমবেদনা জানাবো?
যেখানে শহর-গ্রাম ধ্বংসস্তুপ?
সেখানে তো আর মানবকুল নেই,
আছে শুধু ইট-পাথর
এ্যাম্বুলেন্স আর কফিন, লাশের মিছিল
হাসপাতালে ঠাঁই নেই, যেন কারাবাস
কে শুনবে সমবেদনার বাণী?
তারপরেও সমবেদনা।
২৩.৩.২০