(করোনায় আক্রান্ত রোগীদের সেবার্থে নিবেদিতদের উদ্দেশ্যে)

নিজেদের উজার করে
দিচ্ছো করোনা রোগীর সেবা,
তোমাদের মত জনদরদী
আছে বিশ্বে কে'বা?

ভুলে সমাজ-সংসার
দিয়ে সুখ বিসর্জন,
রোগীর মঙ্গল করে
সাফল্য করেছো আনয়ন।

চিকিৎসা সেবা নহে পেশা শুধু
ইহা যে মহান ব্রত,
সেবিলে ধনী-দরিদ্র রোগী
বাড়ে পেশার সম্মান তত।

চারিদিকে ছড়িয়ে পড়ুক
চিকিৎসা পেশার নাম,
হে অকুতোভয় বীর
লহো মোদের সহস্র সালাম।
৭.৪.২০