হয়ে গেল পানজোরাতে সাধু আন্তনীর পর্ব,
এ পর্ব যে হয়ে গেছে, গোটা এলাকার গর্ব।

চারিদিকে মানব সমুদ্র, মানুষের নাই শেষ
অনেকে চলে এসেছে, ফেলে তাদের দেশ।

মানত রক্ষার্থে অনেকে করেছে নানারকম দান,
আগত সবার অন্ন দানে নাগরীবাসীর সম্মান।

হে সাধু আন্তনী, তুমি সবার ইচ্ছা করো পূরণ
তোমার নামে যেন হতে পারে ধন্য সবার জীবন।

০৮.০২.২০