চলছে দেশে, দুইহাজার বিশে, কোরবানীর ঐ ইদ,
করোনা নামে অদৃশ্য শত্রু নাড়িয়ে দিয়েছে ভীত।
ঠকবাজ আর অসাধু ব্যবসায় ছিলো না হাটে গরু,
হৃদয় মন্দিরের ভাঙ্গা সুরে দেশ হয়ে গেছে মরু।
লক্ষ মানুষ গরু কাটছে, কেউবা কাটছে ছাগল,
বন্যা আর নদী ভাঙ্গনে মানুষ হয়ে গেছে পাগল।
স্বাস্থ্যবিধি মানার বালাই নাই, কোরবানীর ঐ হাটে,
শত-সহস্র মানুষের ভীর, পুরান ঢাকার লঞ্চ ঘাটে।
ঝরে যাক করোনার বীজ, কোরবানীর রক্ত গঙ্গায়,
বাংলাদেশ-বিশ্ব বেঁচে যাবে, করোনার এই মঙ্গায়।
মনের পশু জবাই দিবো, স্বারথক করতে কোরবানী,
এতেই সৃষ্টিকরতা বর দিবেন, আমরা সবাই জানি।
০১/০৮/২০