কয়েক বছর পূর্বে যারা ছিলো না মোদের কিছু
এখন সেই রোহিঙ্গা হয়ে গেছে বিরাট এক ইস্যু।

দিয়েছিলাম প্রথম তাদের ফুলের কত মালা,
আজ তারা হয়ে গেছে আমার দেশের জ¦ালা।

আমার দেশের ভিতর তারা করছে বসবাস,
আইন অমান্য করে তারা চলছে বার মাস।

অপরাধ জগতের সাথে কেউ মিশে গেছে বেশ,
কেউবা আবার পাসপোর্ট করে চলেছে বিদেশ।

এই রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধান চাই,
মিলে-মিশে সমাধান করবো, বিকল্প যে নাই।
২১.০২.২০