আমরা স্বাধীনতা পেয়েছি প্রায় অর্ধশত বছর,
কিন্তু প্রকৃত স্বাধীনতা কি পেয়েছি?
এখনও অনেক মুক্তিযোদ্ধা রিক্সা চালায়,
অনেক মুক্তিযোদ্ধা না খেয়ে কাটায় দিন,
তাহলে স্বাধীনতা কোথায় পেলাম?
এখনও অসাধু ব্যবসায়ীরা করোনাকে
পূঁজি করে দ্রব্যের দাম বাড়াচ্ছে,
হ্যান্ড স্যানিটাইজার মার্কেট-আউট, নেই ঔষধ
এ সংকটেও মানুষ ঈদের মত
গাদাগাদি করে যাচ্ছে বাড়ি,
শিক্ষার্থীরা কক্সবাজার সমুদ্রসৌকতে,
তাহলে আমরা কিভাবে স্বাধীন?
যা ইচ্ছা তা করাই কি প্রকৃত স্বাধীনতা?
প্রকৃত স্বাধীনতা আসলে তা নয়।
২৬.৩.২০