আমরা যদি স্বাস্থ্যকর্মীদের
দিতে পারি সুরক্ষা,
তবেই আমরা করোনা থেকে
পেয়ে যাব রক্ষা?

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে
করি যদি অবহেলা,
কঠিন মূল্য দিতে হবে
দু:খে কাটবে বেলা।
২১.৪.২০