হায় আমাদের আলু
ও ভাই, হায় আমাদের আলু,
তুমি ছিলে আমাদের কাছে
মরা নদীর বালু।
ভ্যান গাড়ীতে অযতনে
থাকতে তুমি পড়ে,
কাষ্টমারের অবহেলায়
যেতে তুমি মরে।
আজ তুমি হয়ে গেছ
মহা মূল্যবান,
তোমায় দেখে অন্য তরকারির
বাড়ে যে সম্মান!
-স্বপন রোজারিও, ১৬/১০/২০