নানা কাজে আমি এখন
হয়ে গেছি ব্যস্ত,
কাজে কাজে সময় আমার
কেটে যাচেছ বেশ তো।

শত কাজের ফাঁকে
কবিতা লিখে নিত্য,
জীবনটাকে ভরে তুলতে
তাই আমি স্বচেষ্ট।