তোমাকে একনজর দেখার জন্য-
স্কুলের যাওয়ার রাস্তায় গিয়ে
কত যে নীরবে দাঁড়িয়ে রয়েছি
তার কোন হিসেব আমার জানা নেই।
তোমাকে একনজর দেখার জন্য-
যে কোন উছিলায়
তোমার বাড়ীর কাছে গিয়েছি,
ইশারায় বুঝানোর চেষ্টা করেছি আমার উপস্থিতি।
মা-বাবাকে ফাঁকি দিয়ে,
বিয়ের অনুষ্ঠানে গিয়েছি,
শুধুই তোমাকে দর্শন করার জন্যে।
এখনও তোমাকে একবার দেখার জন্য
পীচঢালা পথের পাশে দাঁড়িয়ে থাকি,
কখনও বা কর্মস্থলে যাই।
কিন্তু কিসের মোহে এভাবে তোমার পিছু
ছুটে চলেছি এভাবে জানি না।
এটাই কি প্রেম না ভালোবাসা?