ভাষাসৈনিক আব্দুল মতিন স্মরণে
ভাষাসৈনিক আব্দুল মতিন নেই, এ দুসংবাদ শুনে,
পাহাড় সমান ব্যথা-বেদনা, জন্ম নিয়েছে এ মনে।
চোখ ভরা জল
হৃদয় ছল ছল।
জনতার সমুদ্র তোমাকে ঘিরে, অনেকে কান্নারত,
রাজার বেশে শুয়েছ তুমি, ভূলে মায়াজাল যত।
আকাশ-বাতাসের কান্না,
অন্তরে লেগেছে বন্যা।
হে দরদী, মহান সেনা, সত্যি তুমি গেলে চলে,
তোমার অন্তিম মনের কথা আমাদের গেলে বলে।
তোমার আপন দেহাবশেষ
করেছ দান অবেশষ।
জনদরদী, সবার তরে দিয়েছ তোমার জীবন
তুমি থাকবে হৃদয়ে, চিরদিন রাখবো স্মরণ।