তোমাকে এতো ভালোবাসি,
'নিজের চেয়ে অনেক বেশী'
অথচ এই ভালবাসার কথাটাই
কখনো মুখফুটে বলা হ'ল না।
যতবার বলতে চেয়েছি
ততবারই বাকরুদ্ধ হয়েছি।
তোমাকে দেখার ইচ্ছা হয় অনেক....।
অথচ দেখা হলে শরীরে এক নিস্তব্দতা
ভর করে শক্তিহীন করে দেয় আমাকে,
শিরা-ধমনী অচল হয়ে যায়,
'নিজেকে জড় পদার্থ রুপে আবিস্কার করি'
যতবারই ভালোবাসার কথা বলতে চেয়েছি
ততবারই বাক্যহীন হয়েছি।
আদা জল খেয়ে, শক্তি সংগ্রহ করে
ভালোবাসার কথা বলতে চেয়েছি,
তার পরেও পারি নি।
তবে যেদিন বলতে পেরেছিলাম
সেদিন তুমি আর আমার হবার নয়।
এটাই আমার চরম ব্যর্থতা....
তোমাকে না পাওয়া..