মোবাইল মোদের নিত্য সঙ্গী
আমরা জানি ভাই,
সারা বিশ্বে যোগাযোগে
এর তুলনা নাই।
এতো ছোট্ট বন্তুর
এতো কি মহিমা জানা,
সারা দিন গেম খেলতে
কোন নেই মানা।
সারাদিন ফোন আসে-যায়
এ কি এলাহী কান্ড,
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে
কেউ বা পায় দন্ড।
ক্ষুদে বার্তার বাহারে
মন হয়ে যায় কাঁচা,
মোবাইল ছাড়া একদিন কি
যায় জীবনে বাঁচা?
ক্লান্তিতে মোবাইল-এর গান
আনে দারুণ প্রশান্তি,
সংসারের জটিলতা কাটিয়ে
আনে জীবনে শান্তি।
তারপরও মোবাইল ব্যবহারে
হতে হবে সংযত,
অযথা এর ব্যবহারে
থাকতে হবে বিরত।