(১) প্রকৃত ভালোবাসা
প্রকৃত ভালোবাসা
তারেই শুধু কয়,
দুর্দিনে যে মানুষটি
কাছে কাছে রয়।
(২) স্বার্থকতা
ছোট এ জীবন
স্বার্থক হয় তখন,
পরার্থে তা
উৎসর্গ হয় যখন।
(৩) রঙ্গীন পানি
উৎসবে করলে পান
মদ-রঙ্গীন পানি,
জীবনটা গোল্লায় যায়
তা আমরা জানি।