পূজার পরে এলো ফিরে
মিলনেরই ঈদ,
পাড়ায় পাড়ায় শুরু হল
ভ্রাতৃত্বের গীত।
আনন্দে-সম্প্রীতিতে সবাই
কাটাবে ঈদের দিন,
মিডিয়ার নানা অনুষ্ঠানে
জীবন হবে রঙ্গীন।
থাকবে না কেউ এদিনে
ঘরের মধ্যে বন্দী,
ছোট ছোট ছেলে-মেয়ে
আটবে নানা ফন্দি।
পার্কে-পাড়ায়-মহল্লায়
জমবে মানুষের ভিড়,
প্রেমিক-প্রেমিকা এ দিনে
গড়বে স্বপ্নের নীড়।
পশুর সাথে হিংসা-বিদ্বেষ
দিতে হবে কোরবানি,
মানতে হবে সর্বদা
কোরানেরই বাণী।
কোরবানির মর্মবাণী
করে অনুসরন,
কাটাতে হবে মানবের
সারাটা জীবন।