আমরা সবাই মনিপুরীপাড়া
পূজা দেখতে যাই,
দেখি সেখায় জনসমুদ্র
তিলের জায়গা নাই।
ঢাক-ঢোল বাজে সেথা
সবাই নাচে নাচ,
সবাই মিলে একিভূত
প্রত্যেকে যেন রাজ।
দূর্গা মাকে সবে মিলে
করে যাচ্ছে ভক্তি,
কেউ বা আবার প্রার্থনা করছে
অপার মায়ের শক্তি।
কেউবা আবার ভক্তিভরে
প্রসাদ করছে বিতরণ,
কেউ বা দিচ্ছে খূপারতি
খুলে সরল মন।
পূজা মোদের ভাতৃত্বের বন্ধন
সদা করবে জোরদার,
এক এক করে প্রতি বৎসর
মা আসেবন আবার।