আমার সমস্ত চিন্তায়
রয়েছ তুমি।
মনের ভূখন্ডে যেন
শুধু তোমারই অস্তিত্ব টের পাই আমি।
তোমাকে ছাড়া যেন
এ জীবন বড় অর্থহীনই মনে হয়।
কোন আশা থাকে না,
কোন ভালবাসা থাকে না।
আর আশা-ভালবাসা ছাড়া
মানুষ বাঁচে কি?
নদী সাগরের সাথে মিলিত হয়,
আমার মিলন হবে কি তোমার সাথে?
চন্দ্র-সূর্য্য যত দিন থাকবে
আমিও ততদিন থাকতে চাই তোমার সাথে।
আমার এ ক্ষুদ্র ইচ্ছা
পূরণ হবে কি অনুরাগী?