এ জীবনটাকে একটা সীমাবদ্ধ জীবন
করে ফেলেছি আমরা।
লিমিটেড কোম্পানীর মত...
এর আওতা যেন প্রাচীরাবদ্ধ।
শত চেষ্টা করে ও তা ভেদ করা যায় না যেন..।
সামনে দিয়ে কত অন্যায় অবিচার হয়ে যায়,
কিছুই যেন বলার বা করার থাকে না।
যেন দু'হাত বাঁধা অসহায় মানুষ।
পাশের ফ্ল্যাটে হত্যাকন্ড হয়ে গেলেও
কিছু জানা হয় না।
এ কেমন সীমাবদ্ধতা?
বিপদে মানুষ মানুষের কাছে
না আসলে কিসের মানবতা?
এ সীমাবদ্ধতা ভাঙ্গতে হবে,
অপরের বিপদে এগুতে হবে।