এ পৃথিবীতে-
সাদা কালোর দ্বন্দ্ব
আমারা যেন অন্ধ।
সাদা নয় সব সময় সাদা
সাদা হয়ে যায় কখনো কখনো অন্ধকার কালো।
অন্তরের সাদাই আসল সাদা।
কালোকে কালো বলে
দূরে সরিয়ে
নেই জীবনের স্বার্থকতা।
কালো হতে পারে কখনও আবার সাদার মত শুভ্র।
সাদাকে সাদা বলতে হবে
আর কালোকে কালো।
সাদা-কালো নিয়ে
জীবন পথে চলতে হবে।