তোমাকে বুলেটবিদ্ধ করে বিনষ্ট করা
কি এতোই জরুরী ছিলা?
যখন দেশ একটি সমৃদ্ধির স্বর্ণদ্বারের
দিকে অগ্রসর হচ্ছিল
তখন তোমাকে নিচিহ্ন করার জন্য
রক্ত গঙ্গা প্রবাহিত করা কি ইতিহাসের
জঘণ্যতম ঘটনা নয়?
নয় কি শ্রেষ্ঠ অকৃতজ্ঞতার পরিচয়?
যাঁর জন্য এ দেশে আমাদের পরিচয়
তাঁর জন্য আমাদের এতটুকু কাঁপেনি হৃদয়।
একটি নিছক মৃত্যু তোমাকে নিচিহ্ন
করার ক্ষমতা নেই?
সর্বত্র তুমি যে বিরাজমান।
তুমি তো মিশে আছ লাল সবুজের পাতাকায়,
সাড়া মানচিত্র জুড়ে এবং
একটি স্বাধীন-সার্বভৌম দেশের প্রতিটি মাটিকনায়,
তোমাকে ধ্বংস করে
এ সাধ্য কার বা আছে?
তুমি যে অমর,
তুমি যে চিরন্ময়।
তোমার নেই শেষ।