এ জীবনে চাওয়ার কোন
সীমা-পরিসীমা নেই আমাদের।
সমুদ্রের মত বিশাল আমাদের চাওয়া
আকাশের মত সীমাহীন আমাদের ইচ্ছাগুলো।
ছোট বেলায় যে শিশুটি একটি
খেলনা নিয়ে জীবেনর সবটুকু ইচ্ছা পূরণ করেছে
আজ তার পাহাড়সম চাওয়া।
যে বালকটি একটি উড়ে আসা ঘুড়ি পেয়ে জীবনে
সবকিছু পাওয়ার আনন্দে মেতেছিল একদিন
সেই বালকেরই আজ বাড়ী-গাড়ী-নারী.......'র
চাওয়া পূরণ করতে পৃথিবী আজ ক্লান্ত।