কবি হওয়ার প্রগাঢ় ইচ্ছায় কলম ধরেছি
কাগজে দাগ দিয়েছি।
মনের দাগের সাথে কাগজের দাগের
অনেক ফারাক খুঁজে পেয়েছি।
কলম দিয়ে-
চিত্র এঁকেছি সাদা কাগজে
কিন্তু মিলাতে পারিনি কখনো।
এরপর জলরং দিয়ে এঁকেছি ছবি একের পর এক
মিলে গেছে সে ছবিগুলো জীবনের সাথে হুবহু।
কারণ জলরং-এর কোন রং নেই।