নীরবে নিবৃত্তিতে আমার গ্রামের কথা
মনে পড়ে নিরবধি।
গ্রামের মাটি আমার অত্যন্ত আপন,
ধানক্ষেতগুলো এখনও আমায়
হাতছানি দিয়ে ডাকে, কাছে পেতে চায়।
এক অজানা আবেগে মনটা বিষাদ মাখা হয়ে যায়
আমার গ্রামের টানে।
ফসলী মাঠের গন্ধ,
পাখির ডাক,
নদীর কল কল ধ্বনি এখনও শুনতে পাই আমি।
জলাধারে মাছ ধরা,
সমবয়সীদের যুদ্ধ যুদ্ধ খেলা,
এ সবই এখন চোখের সামনে ভাসে।
যে গ্রাম আমার অস্তিত্ব, তাকে ভুলবো না কোনদিন।