ধ্বংসাত্মক হরতাল আমরা চাই না।
যে হরতাল মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে
যা মানুষের বাক-স্বাধীনতা হরণ করে,
হরণ করে চলাফেরার অধিকার,
যে হরতাল রক্তের বন্যা বহায়,
যে হরতাল পুলিশ মারে....
মানুষ মারে পশুর মতন..
যে হরতাল সখিনাকে কাজে যেতে দেয় না
রেলপথ, সড়কপথ ধ্বংস করে যে হরতাল
গাড়ী ভাঙ্গার যে হরতাল
সে হরতার আমরা চাই না, মানি না।
হরতাল তো স্বাধীকার আন্দোলনের জন্য
অথচ এখন হরতাল চলছে উল্টো পথে
উদ্দেশ্যবিহীন হরতাল আর মানা যায় না।