চারিদিকে আজ মানুষের প্রাণ নিয়ে
ছিনিমিনি খেলা আরম্ভ হয়েছে।
নিরাপত্তাহীনতায় মানুষ হতাশাগ্রস্থ।
শিক্ষা প্রতিষ্ঠান ও কারখানায় আজ রক্তের খেলা।
গণতন্ত্র আজ নিজস্ব সংজ্ঞা হারা।
এহেন পরিস্থিতি থেকে মুক্তির বড়ো প্রয়োজন এখন।
সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ ঘুষ,
দুর্নীতি ও অন্যায়-অবিচারের বিচরণ।
ক্ষমতাশালীদের ফোনে আসামীর মুক্তি
এর সমাধান জরুরী দরকার।
খাদ্যবস্ত্রের চাহিদা মেটাতে মানুষের হাহাকার,
মানুষকে ডাষ্টবিনের পচা খাদ্য খেতে দেখছি,
বাসাবাড়ীতে কাজেরতা রুবীর চোখে জল দেখছি,
অথচ আমাদের মানবতাবোধ জাগ্রত হচ্ছেনা,
যদিও মানবতা বিষয়ে আগুণঝড়া বক্তৃতা দিতে
অসুবিধা হবেনা একটুকুও।
এ থেকে মুক্তির বড় প্রয়োজন।
বস্তিবাসীদের দু:খ আর সহ্য হয় না,
সখিনা বলে, গার্মেন্টসে কাজ বেশী বেতন কম
মহাজন এখনও টিপসই লওয়ার অপেক্ষায়,
অথচ ধনীর দুলালী লন্ডনে বিলাসিতায় মগ্ন
এ থেকে মুক্তির বড়ই প্রয়োজন আমাদের।