আমার ইচ্ছেগুলো অচেনা
অজানা থেকে যায় যেন সারা জীবন।
ইচ্ছেগুলো মনে হয়-
স্বপ্নের ডানা মেলে ভেসে যায়
অজানা দূর দেশে, দেশান্তরে।
ইচেছ হয় অসীম আকাশটাকে ছুঁতে।
পরক্ষণে ডানা না থাকার বিষাদে
মন আনচান করে সর্বক্ষণ।
একবার ইচ্ছেগুলো সব হঠাৎ
বিদ্রোহ করে বসে আচমকা
আশা পূরণ না হওয়ার যন্ত্রণায়।
অনেক বলে কয়ে তাদের
মান ভাঙ্গাতে হয়েছে কষ্টকরে।
আমার ইচ্ছেগুলো সত্যি কি পূরণ হবে?
নুন আনতে পান্তার ফৃরানোর সংসারে
ইচ্ছেগুলোকে ইচ্ছেরুপেই থাকেত
স্বাচ্ছন্দ বোধ করাই শ্রয় নয় কি?