(কবিতাটি ছাত্র-ছাত্রীদের নিয়ে লেখা)
ছাত্র জীবনে একটি দায়িত্ব
ভালোমত লেখাপড়া করবো,
মোদের এ সুন্দর জীবন
ফুলের মত গড়বো।
মোদের এ মূল্যবান জীবনে
আলসেমিতে না কাটিয়ে ক্ষণ,
লেখাপড়া করবো নিয়মিত
দিয়ে সমস্ত মন।
প্রতিদিন ঐদিনের পড়া
মোরা ভালমত শিখবো,
শিক্ষকদের আদর্শানুসারে
তাঁদের প্রিয়াপাত্র হব।
এরুপ ব্যবহার মোরা
করবো না জীবনে,
যে ব্যবহারে শিক্ষকদের
আঘাত লাগে মনে।
সর্বদা শিক্ষকদের মোরা
দেখাব মোদের সম্মান,
এরুপ কাজ করবো না
যাতে বিনষ্ট হয় তাদের মান।
মহাজ্ঞানীদের গমন পথ
মোরা করে অনুসরন,
অমরত্ব লাভ করতে
গড়বো মোদের জীবন।