সুবিধা বঞ্চিত, নির্যাতিত, নিপিড়ীত আমার দেশের নারী,
স্বাধীনতা নেই, তাদের ন্যয্য অধিকার আমরা কাড়ি।
নেই তাদের কিছু নিজের বলতে, নেই শিক্ষার আলো,
পৃথিবীতে সবকিছু যেন তাদের কাছে অন্ধকার, কালো।
পরিবার ও সমাজে সিদ্ধান্ত গ্রহণে নেই তাদের অধিকার,
খাবার ও চাকুরীতে নেই তাদের কোন অগ্রাধীকার।
অসুখ হলে নারী পায়না কোন চিকিসা সেবা,
রোদ-বৃষ্টি-ঝড়ে ইট ভাঙ্গে নারী, খবর রাখে কে বা?
অফিস সামলিয়ে নারীকে করতে হয় বাড়ীতে রান্না
ছেলেমেয়েদের পড়াশুনার পাশাপাশি রাখতে হয় বায়না।
অর্ধেক যে নারী সমাজ রয়েছে, তাদের দিতে হবে সম্মান
তবেই দেশ ও দশের উন্নতি হবে, বাড়বে সবার মান।