(ফাদার জিমানম্যান স্মরণে.....যিনি বিদেশী হয়ে এ দেশে অকৃত্রিম সেবা দিয়ে গেছেন... নমি তাঁয়)
ফাদার জিমারম্যান, পৃথিবীতে নেই, এ দু:সংবাদ শুনে,
সকল শিরা-ধমনী কর্মহীন, ব্যথার পাহাড় মনে।
চোখে জল, শক্তিহীন গায়,
অবিলম্বে এলাম গীর্জায়।
জনতার সমুদ্র, ধ্যান করছে কেউ, কেউ কান্নারত
ফুলে ফুলে সজ্জিত, শুয়ে আছ তুমি মহারাজার মত।
আকাশ বাতাস মিথ্যে হল,
সূর্য্য চন্দ্র সব যেন কালো।
হে মানবতাবাদী মহান রতন, সত্যি চলে গেলে?
তোমা বিহনে এই অধমদের জীবন কিভাবে চলে?
জন্ম তোমার দূর বিদেশে,
কেটেছে জীবন বঙ্গদেশে।
জনদরদী, আর্ত মানবের সেবায় দিয়েছ তোমার জীবন,
তুমি তো বেঁচে আছ হৃদয়ে, চিরদিন রাখবো স্মরণ।