সাগর, তুই আমার মা -বাবাকে কেড়ে নিয়েছিস
তোর জলে ভেসে গেছে আমার ভাই-বোন।
তোর জলে আমার সখিনা লাশ হয়ে ভাসছে
চার দিনের ভাবীকে দেখেছি একটি গরু ও ছাগলের মধ্যে
একজন মার সন্তানহারা করুন অর্তি, জমিলা বিধবা
আমার চাচার দেহ অর্ধেক বালির মধ্যে
লাশের মিছিলের শেষ নেই
অ্গণিত লাশের গন্ধে আজ বাতাস ভারী তোর জন্য।
তোর জন্য সারা উপকূলীয় অঞ্চলে
খাদ্য ও পানির জন্য হাহাকার,
পুত্র, মাতৃবিয়োগের কান্না ভুলে খাদ্যের সন্ধানে-
শকুন ও মাছের হাসি-
তাই তোর প্রতি ঘৃণা আমার।