একটি দেশ চাই,
যেখানে ডাস্টবিনের পঁচা খাদ্য নিয়ে
কাক-কুকুর-মানুষের কাড়াকাড়ি থাকবে না।
একটি দেশ চাই,
যেখানে বস্তিবাসী সখিনার কোন দু:খ থাকবে না।
একটি দেশ চাই,
যেখানে গার্মেন্টস শ্রমিক রহিমা নিরাপদে থাকবে।
একটি দেশ চাই,
যেখানে গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের পার্থক্য থাকবে।
একটি দেশ চাই,
যেখানে কৃষক-শ্রমিক-ব্যাংকার একত্রে মিলে মিশে থাকবে।