গণতন্ত্র
তুমিতো কোটি মানুষের বাসনা, কামনা।
তোমার অপেক্ষায় প্রহর গুণছি।
তুমি আসবেনা এ সোনার দেশে?
তোমার জন্য মিছিল কম করিনি।
নূর হোসেনকে দিয়েছি
দিয়েছি ডা. মিলনকে
শহীদ হয়েছে দেলু, আলমগীর...
নাম না জানা অনেককে রক্ত ও প্রাণ দিয়েছে।
আর কি চাও তুমি
আরো রক্ত?
আরো প্রাণ?
ঠিক আছে, দেবো
কিন্তু তোমাকে আসতে হবে
আসতেই হবে এই বাংলায়।