অন্ধকারকে কালো বলে আমরা খুব আয়েশ পাই।
এতে অন্ধবারের কোন দু:খ নেই,
বা থাকার কোন কথা নয়,
কারণ অন্ধকার আসলেই কালো।
আবার রংধনুতে কালো রং নেই বলেও কেনা সমস্যা নেই
কারণ তাতে সাদা রং এর ও অস্থিত্ব নেই।
আসলে কালো আর সাদা বলে কোন রং নেই আদৌ।
সূর্য্য না হাসলে কালো, সূর্য্য হাসলে আলো।