(নিমতলি অগ্নিকান্ডে নিহতদের স্মরণে)
একটি অগ্নিকান্ড এতো ভয়াবহ!
এতো ভয়াবহতম তার রুপ! অবিশ্বাস্য
শিলা সম কঠিনতর আগুণের লেলিহান শিখা
শত প্রাণ কেড়ে নিয়েছে মুহুর্তে।
এ কি প্রাণ নিয়ে মৃত্যুখেলায় মেতেছে আগুন?
যে আগুন একটি দিয়াশলাই-এ থাকে শান্তশিষ্টে
সে আগুনের এতো মারাত্মকরকমের নারকীয়তা?
যা হাজারো কল্পনাতীত।
এতো নিষ্ঠুর হয়েছ কেন আগুন?
ধ্বংসস্তুপের পরিধিটা খাটো করলে
কি মহাভারতের শুদ্ধতায় কোন কি ব্যত্যয় ঘটত?
তোমার দয়ার পরশে রুনার বিয়েটা হয়ে যেত
তা কি তুমি চাও নি?
তুমি চাইলে পারতে মানুষগুলোকে রক্ষা করতে,
হাসপাতালের বার্ন ইউনিটগুলো আগের মত থাকতো
শুধু তোমারই ইচ্ছায়।
কবরস্থানগুলোতে একটা-দুইটা লাশ আসতো
যা স্বাভাবিক মৃত্যুর, তাও তোমার ইচ্ছায়।
এতো নরা-নারীকে একসাথে পুড়ানো
আকাশ-বাতাস অন্ধকারাচ্ছন্ন করা, একি নির্মমতা?
এতো কান্না, আর্ত হাঁহকার, এ কি নিষ্ঠুরতা?
এ নিষ্ঠুরতা কি অসীম-সীমাহীন।
তুমি কি পারতেনা শুধুই দিয়াশলাই-এ আবদ্ধ থাকতে?