নতুন পৃথিবী চাই-
যেখানে থাকবে না সন্ত্রাসী ও অস্ত্রবাজী
থাকবে না কোন দুর্নীতি ও অপরাধী।
যেখানে অন্যায়, অত্যাচার ও অবিচার
ভেঙ্গে চুরে করা হবে চুড়মার।
নতুন পৃথিবী চাই-
যেখানে হিংসা, বিদ্বেষ ও হানাহানি
দিবে না কখনও হাতছানি।
যেখানে গার্মেন্টস শ্রমিক সখিনা
নিয়মিত পাবেন তাদের মায়না।
নতুন পৃথিবী চাই-
যেখানে বঞ্চিত করে কাক-কুকুরকে
ডাস্টবিনের খাদ্য খাবে না মানুষে।
ব্যাংকার-শ্রমিক-কৃষক-কুলি মিলে
কাজ করবে সকলে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে।
নতুন পৃথিবী চাই-
যেখানে থাকবে শিক্ষা ও বাঁচার অধিকার
স্বস্তিতে শিশু হাসবে বার বার।
থাকবে প্রেম, প্রীতি ও ভালবাসা
এ জীবন চলার প্রশান্ত আশা।