কবি জীবনানন্দ দাশের 'অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথবীতে আজ' আমার খুব প্রিয় কবিতা। একটি কঠিন বাস্তবতার ছবি একেছেন এ কবি। এক অদ্ভুত আঁধারে পৃথিবী আজ আবদ্ধ। সত্য-মিথ্যার দ্বন্দ্বে যেন আজ সত্য নির্বাসিত। আমাদের সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এ আঁধারকে অবশ্যই জয় করতে হবে।
আমার পূর্বের লেখাটিও এ কবিতা কেন্দ্রীক ছিলো।