হতে চাই আমি মানবের কবি
আঁকতে চাই জীবনের প্রতিচ্ছবি।
যদিও অস্ত যায় নীল আকাশের রবি
আমি হতে চাই গণমানুষের কবি।
লিখে যেতে চাই জীবনের জয়গাথা
বলতে চাই কৃষকের করুণ জীবন কথা।
মাঝি-মাল্লা দিনভর মরণপন খাটে
পরিশ্রমের টাকা যায় মহাজনের পকেটে।
নেই ঘরে ভাত, স্ত্রীর নেই পড়নের শাড়ী
মহাজন করে সুইমিং-পুল ও ইটের বাড়ী।
চাই হতে আমি মানবের কবি
আঁকতে চাই সমাজের প্রতিচ্ছবি।
সমাজের অন্ধকার করতে চাই দূর
অন্ধকার কেটে যাক, আসুক সুন্দর ভোর।
পৃথিবী, চাই, স্বর্গ হোক এ মোর কামনা
তবেই না গণমানুষের কবির পূরবে বাসনা।