(মা ভেরুনিকা কোড়াইয়া'র স্মরণে)
এ কি অপরুপ সাজে সেজেছ তুমি
অতিসমৎকার মুখমন্ডল, পাপহীন সৌন্দর্য্যমন্ডিত,
যেন চাঁদের সৌন্দর্য্য তোমার কাছে ম্লান হয়ে গেছে।
এটা তোমার শেষ সাঁজ-গোঁজ বটে।
আর কোন দিন তোমাকে এ সুন্দর ধরণী
অলো দিতে পারবে না,
দিতে পারবে না বাতাস,
অবশ্য এসব আর তোমার
প্রয়োজনও হবে না কখনো।
তুমি চলে গেছ সীমাহীন দূর-বহুদূরে,
যেখান থেকে পৃথিবীর কোন শক্তি
তোমাকে ফিরিয়ে আনতে সক্ষম হবে না কোন দিন।
তোমার সন্তানেরা মা ডাকবে,
অশ্রু জলে নয়ন সিক্ত করবে
অথচ তুমি আর কখনো সাড়া দিবে না।