(বন্ধুবর শ্যামলের স্মরণে)
কিছু না বলে বন্ধু আমার
গিয়েছ তুমি চলে,
দিন-মাস.. কাটে মোর
তোমার কথা বলে বলে।
কত যে আপন ছিলে তুমি
নাহি করতে পারব বর্ণনা,
তোমায় ভাবি শয়নে-স্বপনে
তুমি যে ছিলে অনন্য।
কাজে-অকাজে সারা দিনময়
তোমায় পড়ে মনে,
তুমি সবার নয়ন মনি
স্মরে তোমায় জনে জনে।
ভূলব না তোমায় মোরা
তুমি থাকবে স্মৃতিতে,
তোমার স্মৃতি অমর রবে
তোমার সুন্দর কৃর্তীতে।