শুধু একটি বুলেটের কি
এতো ক্ষমতা আছে?
যা তোমাকে গণমানুষ থেকে বিচ্ছিন্ন করবে?
বুলেট-বিদ্ধ একটি অকাল ষড়যন্ত্র-মৃত্যু
তোমার মত মহানায়ককে
গণবিচ্ছিন্ন করতে পারলে
আর পৃথিবীতে কি-ই বা থাকে?
তুমি যে মিশে আছো
আকাশে-বাতাসে-মাটিতে
পতাকায়-মানচিত্রে-দেশে
তোমাকে বিচ্ছিন্ন করা যায় কি কখনো?
সকালের শিশির ভেজা ঘাসে তোমার ছবি
অস্তগামী সূর্যেও তোমার হাসি
কৃষক-শ্রমিক-মজুরের মাঝেও তোমার প্রতিচ্ছবি
তোমাকে বিচ্ছিন্ন করে কার সাধ্য?
নদীর কলকল ধ্বনীতে-
তোমার স্বাধীনতার ডাক,
পাখির গানে তোমার কন্ঠস্বর
শোষিতের পক্ষে তোমার বজ্রকষ্ঠ
সব কিছুর মাঝে তুমি যে রয়েছ আবদ্ধ।
হে মহাবীর, তুমি যে আমাদের
হৃদয়ের মানিকোঠায় আসন করে নিয়েছ।
মরে ও চির অমর তুমি
তোমাকে বিচ্ছিন্ন করা এতো সহজ নয়।