হয়তোবা
হয়তোবা হারিয়েও যেতে পারতাম একেবারে,
যেখান থেকে আর ফেরা আদৌ সম্ভব ছিলো না,
একটা নীল দেশে, যেখানে কবিরা নেই, নেই কলবর,
পড়ে আছে শুধু কবিতার অসীম উপাদান,
সম্পদের বিশাল পাহাড়,  ‍শুধু ভোগকারীর অভাব,
কিন্তু আমি সেখানে যেতে চাই না, থাকতে চাই এ বাংলায়,
আরো বেশী বেশী দিন, হে আমার করুণাময়।
23/09/2020